স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল স্মার্টফোন ক্যামেরা উন্মোচিত

৪ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৬  
মোবাইল ডিভাইসের জন্য চমক লাগানো মেগাপিক্সেল নিয়ে নতুন দুইটি আইএসওসেল ক্যামেরা সেন্সর উন্মোচন করলো স্যামসাং। এর একটি হলো আইএসওসেল এইচপি১ ২০০ মেগাপিক্সেল সেন্সর ও আরেকটি আইএসওসেল জিএন৫ ৫০ মেগাপিক্সেল সেন্সর। খবর বিজিআর। এটা প্রমাণিত যে, ক্যামেরাতে বেশি মেগাপিক্সেল থাকলেই ছবির মান ভালো হবে এমনটি নয়। তাই নতুন ক্যামেরা সেন্সরের সাথে বেশকিছু নতুন ফিচারও আনা ছবির মান উন্নত করার জন্য। যুক্ত হয়েছে একাধিক লাইটিং এনভায়রনমেন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, আইএসওসেল এইচপি১ হলো ইন্ডাস্ট্রির প্রথম কোনো ২০০ মেগাপিক্সেল মোবাইল ইমেজ সেন্সর। কম আলোয় ফটোগ্রাফিকে উন্নত করতে এতে রয়েছে ০.৬৪ মাইক্রোমিটার পিক্সেল। এর ক্যামেলিয়নসেল পিক্সেল-বাইনিং প্রযুক্তি পরিবেশভেদে দুই বাই দুই, চার বাই চার অথবা ফুল পিক্সেল লেআউটে সুইচ করার সুযোগ দেবে। ফলে ২০০ মেগাপিক্সলের সেন্সরটি কম আলো ১২ দশমিক ৫ মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে কাজ করবে। আর বেশি আলোতে ২০০ মেগাপিক্সেল হিসেবে কাজ করবে। এইচপি১ সেন্সরটি ৩০ ফ্রেম পার সেকেন্ডে ৮কে ভিডিও রেকর্ডিং করতে পারবে। ক্রপিং কিংবা স্কেলিং ডাউন ছাড়াই এই ভিডিও করা যাবে। একইভাবে আইএসওসেল জিএন৫ সেন্সরটি ইন্ডাস্ট্রির প্রথম ১.০ মাইক্রোমিটার সেন্সর যেটাতে ডুয়াল পিক্সেল প্রো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্যামসাং বলছে এটিতে নতুন মাল্টি-ডিরেকশনাল অটোফোকাসিং প্রযুক্তি রয়েছে। ডিবিটেক/বিএমটি